ভাইঙ্গা দিতে চিকেন্স নেক… : লুৎফর রহমান রিটন

০১.
: যাচ্ছো কোথায়?
–গোলার টেক।
ভাইঙ্গা দিতে চিকেন্স নেক।
: চিকেন তোমার কি করেছে?
খুব নিরীহ প্রাণী সে।
মানব জাতির শত্রু তো নয়
বন্ধু বলেই জানি, সে।
মনুষ্যদের খুনে স্বভাব
জেনেও, দূরে সরে না,
মানব জাতির কল্যাণে প্রাণ
বিলিয়ে দিতে ডরে না।
মানব সেবার ব্রত নিয়েই
আসে পৃথিবীতে সে।
করে না কার্পণ্য কোনো
পুষ্টি যোগান দিতে সে।
এমন উপকারীর তুমি
ঘাড় ভাঙিতে উদ্ধত!
পাগল তোমার পাগলামিতে
হচ্ছে সবাই ক্রুদ্ধ তো!

০২.
সাইজে তুমি মুষিকসমান
চিকেন কিন্তু বিশাল, বিগ!
চিকেন খেলে ওয়ার্ল্ডকাপে
তুমি খেলো খুচরা লীগ!
লম্ফঝম্প যতোই মারো
তুমি একটা ডুমুর, ফিগ!
আর চিকেনের সাতটি বোনের
লকেটজুড়ে রকেট মিগ!
খনন করছো নিজের কবর!
খনন করছো খনন! ডিগ…

০৩.
যাচ্ছো কোথায় সোনার চান?
–অই দেখা যায় আরাকান।
যুদ্ধ যুদ্ধ খেলার তরে
লাল মহাজন পেরেশান।
করিডোরের বিনিময়ে
স্থায়ী হবে চেয়ার খান!
গোল্লায় যাক মানচিত্র
গোল্লায় যাক দেশের মান….
রক্ত ঝরবে? ঝরুক না!
মরবে মানুষ? মরুক না!…
ওসব থেকে অধিক দামি
মূল্যবান এই চেয়ার খান…

০৪.
শুনোহ মানুষ ভাই–
সবার উপরে ক্ষমতা সত্য
তাহার উপরে নাই…

 


অটোয়া ০৩ মে ২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *