দাও ভরিয়ে আকাশ আমার
দাও ভরিয়ে মন,
রবীন্দ্রনাথ তুমিই আমার
শান্তিনিকেতন।
একটি জাতির মূল পরিচয়
চেতনা সম্প্রীতি–
রবীন্দ্রনাথ তুমিই আমার
বাঙালি সংস্কৃতি।
লিখলে তুমি দুইটি দেশের
ন্যাশনাল এন্থেম!!
জন্মদিনের প্রণাম তোমায়
জানাতে এলেম।
আমার মুক্তি আলোয় আলোয়
নিকষ অন্ধকারে–
প্রণাম তোমায় রবীন্দ্রনাথ
প্রণাম বারেবারে…
—
অটোয়া, পঁচিশে বৈশাখ ১৪৩২