এক যে আছে মবরাজা তার
প্রধান শক্তি ‘মব’,
দেশজুড়ে তার মবসেনাদের
বিপুল কলরব।
দুষ্টু রাজার মিষ্টি কথায়
ভিজতো আগে চিড়ে,
মানুষ তখন চিনতো না হায়
রাজার মুখোশটিরে।
কেউ সে রাজার যৎসামান্য
করলে বিরোধিতা,
মবসেনাদের তাণ্ডবে তার
উঠতো জ্বলে চিতা…
প্রজার মুখে কুলুপ আঁটা
রাজার মেহেরবানী!
মবের রাজ্যে বসত করার
কাফফারা-পাপ-গ্লানি….
রাজার খায়েস করতে পুরণ
প্রজার ঝরে ঘাম,
নাই টেলিফোন নাই রে টিভি
নাই রে টেলিগ্রাম…
আটুল বাটুল শ্যামলা শাটুল
সবার কাঁপে ‘হাঁটু’
তার জয়গান গাইতে ওরা
ভীষণ পরিপাটু!
সবাই করে প্রশংসা তার
লেফট রাইট ডান বাম–
নাই টেলিফোন টেলিভিশন
নাই রে টেলিগ্রাম….
রাজ্যটাকে শ্মশান করাই
রাজার মনস্কাম!
নাই টেলিফোন টেলিভিশন
নাই রে টেলিগ্রাম….
মব রাজা কি ইজারাদার?
হালের পাগলা ‘দাসু’?
যায় বন্দর যায় করিডোর
আমরা কাটি ‘ঘাসু’!
মবের রাজার বন্ধু কারা?
‘হিলারি’ আর ‘ট্রাম’!!
ওদের চোখে মবরাজা এক
হ্যাংলা বুড়ো ভাম।
আগুন লয়ে খেলছে রাজা
হইতে সফলকাম,
নাই টেলিফোন টেলিভিশন
নাই রে টেলিগ্রাম….
—-
অটোয়া ১৫ মে ২০২৫
[ ছবি : সুজন চৌধুরী ]