জগন্নাথকে হেয় করে
‘ঠুঁটো জগন্নাথ’–
বলতে আগে, এবার শুরু
নতুন ধারাপাত…
জগন্নাথ আর নয় ‘ঠুঁটো’ নয়
হুঁতমা হুতুম হোঁতল,
ওদের নতুন ক্ষেপণাস্ত্রের
নামটা নাকি ‘বোতল’!
কে মেরেছে কে মেরেছে
এমন মিসাইল ছুঁড়ে!?
জামাল কুদু গানটা নাকি
আসছে তেড়েফুঁড়ে…
আন্দোলনের নতুন মাত্রা
বোতল এখন ‘গুরু’,
মবের রাজ্যে নতুন মিসাইল
ক্ষেপণাস্ত্রের শুরু….
—
অটোয়া ১৫ মে ২০২৫