ছোটদের মজার সিরিজ ‘কাটুস কুটুস’। ইতিপূর্বে এই সিরিজের সাতটি বই প্রকাশ হয়েছে। ‘কুটুস গেল আমেরিকায়’ সিরিজের ৮ম বই। ছোটদের কাছে সিরিজটি খুবই জনপ্রিয়। এই সিরিজের প্রধান চরিত্র দুই নেংটি ইঁদুর কুটুস ও কাটুস। এদের সাথে আছে তেজপাতা তেলাপোকা ও বিভিন্ন জীবজন্তু। কুটুস কাটুস-এর প্রধান আশ্রয় লেখক গুলশান মাহমুদের বাসা। এই বাসা থেকে দেশবিদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে। নতুন নতুন কাহিনির জন্ম দেয়।
সিরিজের ৮ম বইয়ে দেখা যাবে নেংটি ইঁদুর কুটুস কাটুস গ্রাম থেকে সোজা আমেরিকায় চলে যায়। কি করে দূর আমেরিকায় যায় ওরা? আমেরিকায় গিয়ে ওরা কোথায় বাস করে, কি কি কাণ্ড ঘটায়, এসব নিয়েই মজার বই ‘কুটুস গেল আমেরিকা’। নিঃসন্দেহে সিরিজের অন্য বইগুলোর মতো এই বইটিও শিশুদের আনন্দ দেবে।
এই সিরিজের অন্য বইগুলো হলো- কাটুস কুটুস, বিলাই নেংটি, সারেগামা বিলাইমামা, বিলাই ম্যাঁও কাঁটা খাও, বিলাই তোরে কিলাই, কাটুস কুটুস মিঁয়াও ফুটুস, টুইঙ্কল টুইঙ্কল বিলাই আঙ্কেল।