ছড়া:: প্রথম আলো > প্রথম অন্ধকার ♪ লুৎফর রহমান রিটন

সতেরোই মার্চ শেখ মুজিবরহীন!
প্রথম পাতায় শেখ মুজিবর নাই!

সেকেণ্ড স্বাধীনতার নতুন দিন
শেষ পাতায়ও পায়নি মুজিব ঠাঁই!

হতচকিত পাঠকরা চমকালো
সেকেণ্ড পাতায় মুজিবকে সংস্কার!

তোমরা যাকে বলছো প্রথম আলো
সে আসলে প্রথম অন্ধকার!

এমন দেশেই (অদ্ভুৎ এক দেশ)
কানার নামটি পদ্মলোচন হয়!

জ্ঞানপাপীদের নিখুঁত সমাবেশ
রচিত হয় অন্ধকারের জয়!

অটোয়া ১৭ মার্চ ২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *