ডেস্ক রিপোর্টঃ মুক্তধারা ফাউণ্ডেশনের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন একুশে পদকপ্রাপ্ত লেখক বীর মুক্তিযোদ্ধা ডঃ নুরুন নবী । ২০২৫ সালের বইমেলা পর্যন্ত তাঁরই সভাপতিত্বে এই ফাউণ্ডেশনের কার্যক্রম পরিচালিত হওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত ছিল। উল্লেখ্য, ২০২৫ এর মুক্তধারা নিউইয়র্ক বইমেলার আহ্বায়ক সাংবাদিক রোকেয়া হায়দার।
এবারের বইমেলার তৈরি হওয়া বিভিন্ন অনুষ্ঠানমালা নিয়ে আলোচনার জন্য নিউইয়র্কের সাংস্কৃতিক মোর্চা ‘একাত্তরের প্রহরী’ একটি সভা আহ্বান করে। সভায় নিউইয়র্কের লেখক-সাংবাদিক-আবৃত্তিশিল্পী-মুক্তিযোদ্ধা-সাংস্কৃতিক কর্মী-নাট্যজন-পেশাজীবি-সংগঠক সহ একটি বড় সংখ্যক অভিবাসীদের সাথে মত বিনিময়ে মিলিত হন ডঃ নুরুন নবী। সভায় তিনি বলেন, মুক্তধারা বইমেলার ঐক্য ধরে রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি। আমাদের দাবি ছিল একটাই, বইমেলা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ, মহান মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রেখে এগিয়ে যাবে। যা এর প্রতিষ্ঠালগ্ন থেকেই চলে আসছে। কিন্তু খুবই পরিতাপের বিষয়, বইমেলা ২০২৫ এই চেতনা ও মূল্যবোধকে বিসর্জন দিয়েছেন।
সভায় বিস্তারিত আলোচনার পরে, সর্বসম্মতিক্রমে ২৪ ও ২৫ মে ২০২৫ উইকেন্ডে নিউইয়র্কে ‘বঙ্গবন্ধু বইমেলা’ অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। বিভিন্ন সেক্টর বন্টন করে নির্ধারিত ব্যক্তিদের দায়িত্ব দেয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে ডঃ নুরুন নবী কে ‘বঙ্গবন্ধু বইমেলা- ২০২৫’ এর আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে। আহ্বায়ক কমিটি অভিবাসী সমাজের বিভিন্ন স্তরে ক্রমাগতভাবে মতবিনিময় অব্যাহত রাখবে।মেমোরিয়াল ডে উইকেন্ডে ‘বঙ্গবন্ধু বইমেলা’ সফল করার জন্যে সকলের প্রতি সবিনয় অনুরোধ জানিয়েছেন আহ্বায়ক ডঃ নুরুন নবী। বিজ্ঞপ্তি