যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাহ সাহিত্য সাংস্কৃতিক পরিষদের ৭ম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) নিউইয়র্কের জ্যাকসন হাইটসে গ্রীন টাচের হলরুমে এই সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
সোহেল হামিদের উপস্থাপনায় এতে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক ড. আবুল কাসেম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত সিনিয়র সাংবাদিক এ কে এম আকরামুজজামান। তিনি ভবিষ্যৎ প্রজন্মের মাঝে বাংলাকে প্রাধান্য দেওয়া ও বাংলা সাহিত্যকে প্রবাসে আরও বেশী ছড়িয়ে দেওয়ার জন্য সবাইকে উৎসাহিত করেন।
লেখক ও গবেষক ইমাম চৌধুরী একটি বইয়ের লিখিত সমালোচনা পাঠ করে সমাজ পুনর্গঠনে সাহিত্যের ভূমিকা উল্লেখ করেন। পাশাপাশি চব্বিশের গণঅভ্যুথান, রাজনৈতিক অন্তর্দৃষ্টি, সামাজিক দক্ষতার প্রয়োজনীয়তা, সামাজিক বিচ্ছিন্নতা পরিহারের কথা উল্লেখ করেন।
কবি ও প্রবন্ধকার এস. এম. মোজাম্মেল হক পাঠ করেন ‘রিসেট বাটন পুশ’। বিশিষ্ট বাচিক শিল্পী জি. এম. ফারুক খান কবি হেলাল হাফিজের কবিতা আবৃত্তি করেন। বীর মুক্তিযোদ্ধা, গল্পকার ও ঔপন্যাসিক রেজাউল করিম রিপন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ বিষয়ক বাস্তব কাহিনী ও গল্প ‘আমার চোখের স্বাধীনতা’ পাঠ করেন। রাজনীতিবিদ ও সংগঠক শাহ আলম প্রবাহকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।
গ্রীন টাচের পরিচালক লিয়াকত এলাহী প্রবাহকে সাংগঠনিকভাবে শক্ত ও বিস্তৃত করার পরামর্শ দেন। এ প্রজন্মের যুবক আশেক এলাহী মা বাবাকে ভালোবাসার কথা সংক্ষিপ্ত কথনে উল্লেখ করেন। সেলিনা বানু কবিতা, ছড়া ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বলেন।
সোহেল হামিদ আবৃত্তি করেন স্বরচিত কবিতা ‘অতীত স্মৃতি’। ড. আবুল কাশেম পাঠ করেন গবেষণাধর্মী প্রবন্ধ ‘মীর মোশাররফ হোসেন- নাটক ও সমাজ বাস্তবতা’। পরে সমাপনী বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান।