প্রবাসে সাহিত্য–সংস্কৃতি চর্চায় অবদান, সম্মাননা পেলেন স্বপন

প্রবাসে কাজের অবসরে বাংলাদেশি কমিউনিটিতে বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চা করতেন আল আমিন চৌধুরী স্বপন। দীর্ঘ প্রায় ৩০ বছর প্রবাস জীবনের ইতি টেনে নিজে দেশে ফিরছেন এই রেমিট্যান্স যোদ্ধা। গত ১৪ ফেব্রুয়ারি কুয়েত বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে আল আমিন চৌধুরী স্বপনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

কুয়েত বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হেব্জু মিয়ার সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রেসক্লাবের ভিবিন্ন কার্যক্রমে বিশেষ অবদান রাখায় নজরুল ইসলামকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুয়েত বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ। এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন, আল আমিন রানা, সাংগঠনিক সম্পাদক সাদেক রিপন, দপ্তর সম্পাদক আবু বক্কর পাভেল, একুশে সংবাদ কুয়েত প্রতিনিধি জসিম উদ্দিন ভূঁইয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাসাদুল খায়ের, নজরুল ইসলাম, মেহেদী হাসান, আলম প্রমুখ।

সম্মাননাপ্রাপ্ত আল আমিন চৌধুরী স্বপন বলেন, ‘আমাদের দেশের উন্নয়নে ও দেশের সুনাম রক্ষায় কাজ করতে হবে। প্রবাসে সবাই মিলেমিশে থাকবেন। একে অন্যের বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। কেউ একজন ভুল করলে সেটার সমালোচনা না করে সবাই বসে সেটার সমাধানের চেষ্টা করবেন। তবেই সবাই মিলেমিশে ভালো থাকতে পারবেন।’

বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন বলেন, ‘কুয়েতে বাংলা সাহিত্যে অবদান রাখা নক্ষত্রগুলো দিন দিন শেষ হয়ে যাচ্ছে। এই নক্ষত্রদের কেউ কর্মজীবন শেষে দেশে ফিরেছেন কেউবা পরপারে। তাঁদের অনুপস্থিতির জায়গা কখনো পূরণ হওয়ার নয়। সে সব নক্ষত্রের একজন আল আমিন চৌধুরী স্বপন। তিনি সৌভাগ্যবান দীর্ঘ সময় প্রবাস জীবনের ইতি টেনে সুস্থভাবে সম্মানের সাথে মাতৃভূমিতে ফিরে যাচ্ছেন।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *