ফেসবুকে দেখা যায় সকলেই কবি
কবিতার মতো করে লিখছে সবই
কবিতার ছন্দমাত্রা জানে কয়জনে
তবু লিখছে প্রকাশ্য এবং সঙ্গোপনে।
ঠিক আছে লিখে যাও যাহা ইচ্ছে হয়
মুছে ফেল দ্বিধাদ্বন্দ্ব লোকলজ্জা ভয়
আবেগ উদ্বেগ যত কলমের টানে
লিখবে যাহাই তুমি শুধু জেনো মানে।
আর জেনো সত্যি যদি কবি হতে চাও
কবিতার ব্যাকরণ ধীরে শিখে নাও
তাহলে একদা হবে রবী নজরুল
শামসুর রাহমান হবেই নির্ভুল।
দুনিয়ার সব দেশে খ্যাতিমান হবে
কবিতার ইতিহাসে নাম লেখা রবে
প্রজন্ম থেকে প্রজন্মে তোমার কবিতা
পড়ে পড়ে জ্ঞানী হবে লিখে দিলাম তা।