তোমার জন্ম হয়েছে বলেই
আমি আজীবন প্রেমিক পুরুষ
তোমার জন্ম হয়েছে বলেই
আমি পৃথিবীর ধনীতম মানুষ
তোমার জন্ম হয়েছে বলেই
আমিই হয়ে উঠি জগতের
সকল প্রেমিকের অধীশ্বর!
তোমার জন্ম হয়েছে বলেই
আমি আজীবন বিপ্লবী
ধনতন্ত্রের যান্ত্রিক স্বচ্ছলতায় বসে
অনায়াসে বলে দিতে পারি
তোর পোষ্যতার নিকুচি করি,
ক্ষমতাসীনের লোভনীয় মোহ
প্রেমহীন শরীরের মতো ছুঁড়ে দিয়ে বলি
বিপ্লব দীর্ঘজীবী হোক!
তোমার জন্ম হয়েছে বলেই
আমি আমরণ গ্রামীন থেকে
গ্রামীণতর শিশু!
-ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র, ফেব্রুয়ারি ১৮, ২০২৫