সময় প্রকাশনের ৩৫ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখার জন্য এ বছর বিভিন্ন বিষয়ে দশটি সংকলন গ্রন্থ প্রকাশ করা হয়েছে। সংকলনগুলো সম্পাদনা করেছেন দেশের সাহিত্যাঙ্গনের দশজন কৃতি মানুষ। আর এ সংকলনগুলোতে লিখেছেন সব বয়সের লেখক। এমন লেখকের সংখ্যা বেশি যাঁদের লেখা সময় প্রকাশন থেকে আগে কখনো প্রকাশিত হয়নি। ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে উৎসবমুখর উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে লেখকদের হাতে সংকলনগুলোর সৌজন্য কপি তুলে দেওয়া হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। সভাপতিত্ব করেন লেখক-সম্পাদক, মাউন্টেন ট্রেকার জনাব ইফতেখারুল ইসলাম। এছাড়াও সংকলনগুলোর সম্পাদকগণ উপস্থিত ছিলেন এবং সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সম্পাদনার অভিজ্ঞতা শেয়ার করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, সময় প্রকাশন সব ধরনের লেখকের সম্মিলন ঘটিয়ে যে সংকলনগুলো প্রকাশ করেছে তা খুবই প্রশংসনীয় কাজ। দেশে এ ধরনের সৃজনশীল কাজ আরো বেশি বেশি হওয়া দরকার। মানুষকে বই পড়ায় উদ্বুদ্ধ করতে হবে জ্ঞানভিত্তিক জাতি গঠন করার জন্যে। যে জাতি বই পাঠে অনাগ্রহী সে জাতি জ্ঞান বিবর্জিত জাতি।
প্রকাশক ফরিদ আহমেদ তার বক্তব্যে বলেন, সময় প্রকাশনের ৩৫ বছর পূর্তিতে বিশাল আয়োজন করে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার চেয়ে এধরনের প্রকাশনাকে আমি বেশি প্রাধান্য দিয়েছি। এই ৩৫ বছরের পথ চলায় অনেক তরুণ লেখকের বই সময় থেকে প্রকাশ হয়েছে যারা পরবর্তী সময় প্রতিষ্ঠিত লেখকের মর্যাদা পেয়েছেন, জনপ্রিয়তা অর্জন করেছেন। আবার এমন অনেক লেখক আছেন যারা স্বপ্ন দেখেন সময় প্রকাশন থেকে বই প্রকাশ করার কিন্তু কোন কারণে হয়তো হয়ে উঠেনি, তাদের অনেকের লেখা এসব সংকলনে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে। তাদের সম্পৃক্ত করা গেছে সময় প্রকাশনের সাথে – এজন্যে আমি খুবই আনন্দিত।
সংকলনগুলোর নাম ও সম্পাদকের নামসহ বিস্তারিত নিম্নে দেওয়া হলো–
সময় ৩৫ গল্প সংকলন • সম্পাদক : মোহিত কামাল • ২২৪ পৃ. • ৫২০.০০
সময় ৩৫ রম্যগল্প সংকলন • সম্পাদক : সুমন্ত আসলাম • ১০৪ পৃ. • ২৬০.০০
সময় ৩৫ কল্পবিজ্ঞান ও অনুবাদ গল্প সংকলন • সম্পাদক : দীপু মাহমুদ • ২২৪ পৃ. • ৫২০.০০
সময় ৩৫ ভ্রমণগদ্য সংকলন • সম্পাদক : ইফতেখারুল ইসলাম • ১২০ পৃ. • ৩০০.০০
সময় ৩৫ অণুগল্প সংকলন • সম্পাদক : শাহনাজ রানু • ৯৬ পৃ. • ২৪০.০০
সময় ৩৫ অণুকাব্য সংকলন • সম্পাদক : হাসান হাফিজ • ১২০ পৃ. • ৩০০.০০
সময় ৩৫ কিশোর গল্প সংকলন • সম্পাদক : কাইজার চৌধুরী • ১২৮ পৃ. • ৩০০.০০
সময় ৩৫ কিশোর ছড়া-কবিতা সংকলন • সম্পাদক : আমীরুল ইসলাম • ৮৮ পৃ. • ২২০.০০
স্কুল জীবনের প্রিয় স্মৃতি • সম্পাদক : নিশাত সুলতানা • ১৮৪ পৃ. • ৪৪০.০০
সময়ের প্রেম-প্রেমপত্র ও ব্যর্থ প্রেমের সফল গল্প • সম্পাদক : আবু রায়হান • ১২৮ পৃ. • ৩০০.০০