বত্রিশ নম্বর মাটিতে মিশিয়ে দেয়ার পরেও,
সারা বাংলাদেশ থেকে তাকে দেখা যায়!
এতটাই উঁচু এবং সত্য এই ঠিকানা,
বাঙালির আত্মপরিচয়ের বাড়ি —
বাংলা ভাষার প্রতিটি বর্ণমালার আশ্রয়স্থল
এখানে জন্ম নিয়েছিলো ১৯৭১,
বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে যার ইতিহাস —
৩২ নম্বর, বাঙালির বাপের বাড়ি
কোটি সন্তানের হৃদয়ে আছে তার দলিল।