রাজা তোর কাপড় কোথায়?
শুধাবেন এমন শিশু
বেঁচে নেই আজকে দেশে!
থাকলে সেই সে শিশু
বলতেন লাজুক হেসে–
রাজা তোর সব দেখা যায়!
রাজা তুই ন্যাংটা কেনো?
রাজা তোর কাপড় কোথায়?
রাজা তোর সব দেখা যায়…!
পোশাকের বাহুল্য চাপ
দিয়েছিস জলাঞ্জলি!
তোকে তাই শুধাই, বলি–
ও রাজা মহান রাজা
দেশটা মুদির দোকান?
ঠোঙা ভরা বাদাম ভাজা?
রাজা তুই ন্যাংটাপুটু!
ঘুটুরু ঘুটুং ঘুটু…
-অটোয়া ১৫ ফেব্রুয়ারি ২০২৫